NEWS

অধ্যক্ষ্যের বাণী

অধ্যক্ষ্য

অধ্যক্ষ্য

শিক্ষা হচ্ছে পরিশীলিত মানুষ তৈরির নাম। মানুষকে সুন্দর ও শোভন করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। বর্তমান বিশ্ব প্রতিযোগিতাময় বিশ্ব। তথ্য প্রযুক্তিতে পৃথিবী এখন অনেক এগিয়ে। প্রতিযোগিতামূলক এ অগ্রযাত্রায় পৃথিবীর অন্যান্য দেশ ও জাতি থেকে আমরা অনেক পিছিয়ে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত ও অগ্রসর। সে কারণেই আমাদের প্রয়োজন উপযুক্ত ও মানসম্পন্ন শিক্ষা। গতানুগতিক ধারার শিক্ষা ব্যবস্থার পরিবর্তন স্বাপেক্ষে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে ঢাকা মহানগরীর অভিজাত এলাকা উত্তরা সংলগ্ন কামারপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছে ‘শহীদ মডেল স্কুল এন্ড কলেজ’। মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে জাতীয় পর্যায়ে শীর্ষ তালিকায় অবস্থান অর্জন করতে আমরা বদ্ধপরিকর। দেশবরেণ্য শিক্ষাবিদ ও সমাজসেবক টাঙ্গাইলের কৃতি সন্তান জনাব আলহাজ্ব মোঃ শহীদুল আলম শহীদ এর পরিকল্পনায় ও আন্তরিক প্রচেষ্টায় নিজস্ব জায়গায় ইতোমধ্যে কলেজের জন্য নির্মিত হয়েছে সাততলা সুরম্য ভবন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে সামনের দিকে। শিক্ষার মানকে আন্তর্জাতিক মানে পৌছে দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। তাই সরকারসহ দেশের সর্বস্তরের মানুষের নিকট এ প্রতিষ্ঠানের জন্য আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আমাদের চলার পথে অনুপ্রেরণা জোগাবে।